নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সরকার আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন যন্ত্রকে কব্জায় নিয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এও দাবি করেছেন, বিচার বিভাগের স্বাধীনতা ভুলুন্ঠিত করেছে জনসমর্থনহীন বিনা ভোটের এ সরকার। ঢাকা মহানগর (পূর্ব) ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম নয়নের বাবা আক্কাস শেখ এবং চাচা আতর আলী শেখ ও এবাদত শেখকে আটকের ঘটনায় মঙ্গলবার দেয়া এক বিবৃতিতে এমন দাবি করেন।
বিবৃতিতে জানানো হয়, সোমবার রাতে নয়নের বাড়িতে যায় পুলিশ। এসময় তাকে না পেয়ে তার বাপ-চাচাদের আটক করে পুলিশ। বিবৃতিতে মির্জা ফখরুল আরো জানান, নব্য বাকশালী শাসন বলবৎ রেখে বর্তমান সরকার বিএনপিসহ দেশের সব বিরোধী দলকে দমন করতে চায়, শাসন ও শোষণ করতে চায় জনগণকে। নয়নের বাপ-চাচাদের আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশসহ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির এ নেতা।
এমকে