চলতি অর্থবছরে (২০২১-২২) প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আয়কর, ভ্যাট ও শুল্ক- তিন খাত মিলে এ সময়ে আদায় হয়েছে ৩৪ হাজার ৫৪৮ কোটি ৯৮ লাখ টাকা, প্রবৃদ্ধি ১৪.৫৫ শতাংশ। রেকর্ড গড়লেও এ সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে ৫ হাজার ২১০ কোটি টাকা পিছিয়ে আছে প্রতিষ্ঠানটি, লক্ষ্যমাত্রা ছিল ৩৯ হাজার ৭৫৯ কোটি টাকা। গত অর্থবছরের এ দুই মাসে আদায় হয়েছিল ৩০ হাজার ১৬০ কোটি ৬৪ লাখ টাকার রাজস্ব। সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে এ তথ্য।
বর্তমানে মানুষ স্বাভাবিক জীবনযাত্রায় ফিরেছে, বাড়ছে অর্থনৈতিক কর্মকাণ্ডে মানুষের অংশগ্রহণ। ফলে বেড়েছে রাজস্ব আদায়- এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আর রাজস্ব আদায় এনবিআর’র নেয়া কিছু ইতিবাচক উদ্যোগ রাজস্ব বৃদ্ধিকে তরান্বিত করেছে বলেও মনে করছেন তারা।
এনবিআরের সাময়িক হিসাব অনুযায়ী, ৩৪ হাজারের বেশি এ টাকার মধ্যে আয়কর থেকে ১০ হাজার ২ কোটি ৯৩ লাখ টাকা, ভ্যাট থেকে ১২ হাজার ৯৬৪ কোটি ৩ লাখ টাকা এবং শুল্ক খাত থেকে ১১ হাজার ৫৮১ কোটি ৭৫ লাখ টাকা আদায় হয়েছে।
তথ্য বলছে, আগস্টে আয়কর, ভ্যাট ও শুল্ক খাতে মিলে ১৯ হাজার ১৯৪ কোটি ৬৫ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে, প্রবৃদ্ধি ২৪.৫৯ শতাংশ। আয়কর, ভ্যাট ও শুল্ক খাতে যথাক্রমে ৫ হাজার ২৭০ কোটি ৮৪ লাখ, ৭ হাজার ২৬৭ কোটি ৩১ লাখ এবং ৬ হাজার ৬৫৬ কোটি ৫০ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে। অথচ জুলাইয়েও এ তিন খাতে লক্ষ্যমাত্রার বিপরীতে ঘাটতি ছিল মোট ৭ হাজার ২২৭ কোটি ৭৫ লাখ টাকা। কিন্তু আগস্টে আশাতীত প্রবৃদ্ধি অর্জিত হওয়ায় ঘাটতি কমে দাঁড়ায় ৫ হাজার ২১০ কোটি টাকায়।
চলতি অর্থবছরের বাজেটে ধরা মোট ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রার মধ্যে এনবিআরের রয়েছে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। আর এনবিআরের লক্ষ্যমাত্রার মধ্যে সবচেয়ে বেশি ধরা হয়েছে ভ্যাট থেকে- এক লাখ ২৮ হাজার ৮৭৩ কোটি টাকা। বাকি টাকা ধরা হয়েছে আয়কর ও ভ্রমণ কর এবং আমদানি শুল্ক থেকে। এ দুই খাতে ধরা হয়েছে যথাক্রমে এক লাখ ৫ হাজার ৪৭৫ কোটি টাকা এবং ৯৫ হাজার ৬৫২ কোটি টাকা।
এমকে