ইউনিয়ন ভূমি কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন

০৫ অক্টোবর ২০২১

ফরহাদ খান, নড়াইল:

জেলা প্রশাসক (ডিসি) ও ইউএনও’র কাছে প্রতিকার চেয়েও না পেয়ে অবশেষে নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মাহামুদ মোল্যার অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন নিরুপায় ভূক্তভোগী ইউনিয়নবাসী। এদিকে মানববন্ধন শেষে মানবন্ধনের স্থানে ‍উপস্থিত হয়ে মানববন্ধন করায় আয়োজক ও অংশগ্রহণকারীদের ধমক দেয়াসহ মানবন্ধনের ব্যানার জব্দ করেছেন উপজেলা সহকারি কমিশনা (ভূমি)জহুরুল হক। একই সঙ্গে কূটক্তি করেছেন স্থানীয় সাংবাদিকদের সম্পর্কে। এ ঘটনায় উপজেলা জুড়ে মিশ্র প্রতিক্রয়া সৃষ্টি হয়েছে। সোমবার মূলশ্রী এলাকায়  এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়।

ইউনিয়ন ভূমি কর্মকর্তা মাহামুদ মোল্যার বিরুদ্ধে জমি সংক্রান্ত ঘুষ, দুর্নীতি, অনিয়ম, সরকারি গাছ কর্তনের চিত্র তুলে ধরে  তার অপসারণ এবং শাস্তির দাবিতে গত ২৫ মে  জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন ভূক্তভোগী ইউনিয়নবাসী। এছাড়া কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং কালিয়া উপজেলা ভূমি কর্মকর্তার (এসিল্যান্ড) কাছেও একাধিকবার অভিযোগ করেন।কিন্তু কোথাও থেকে প্রতিকার পাননি তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, ইউনিয়ন ভূমি কর্মকর্তা মাহামুদ মোল্যা দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিভিন্ন কাজে জমির মালিকদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে থাকেন। ঠিকমত অফিসের কাজ করেন না। এ সময় এ সংক্রান্ত বিভিন্ন তথ্য-প্রমাণ, ছবি ও ভিডিওচিত্র দেখান ভূক্তভোগীরা। বক্তব্য দেন- বীরমুক্তিযোদ্ধা শামছুল শেখ, মূলশ্রী ফাউন্ডেশনের সভাপতি জাকির শিকদার, ভূক্তভোগী তহিদুল ইসলাম, নান্টু কাজী, মামুন শেখসহ অনেকে।


অভিযুক্ত ভূমি কর্মকর্তা মাহামুদ মোল্যা সাংবাদিকদের বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। কোনো অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িত নই।কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জহুরুল হক বলেন, ডিসি স্যারের কাছে ভূমি কর্মকর্তা মাহামুদ মোল্যার বিরুদ্ধে তিনটি অভিযোগ করা হয়েছে। এগুলোর তদন্ত চলছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 

এমকে 

 


মন্তব্য
জেলার খবর