বড় ধরনের দর পতন

০৬ অক্টোবর ২০২১

আগের দিনের তুলনায় লেনদেন  কমেছে ৪০৩ কোটি ১৬ লাখ টাকা। তবে উত্থান ঘটেছে তিন সূচকের সবগুলোরই। শেয়ার লেনদেনে অংশ নেয়া ৩৭৬টি কোম্পানির মধ্যে দর কমেছে ২৬৯টির, বেড়েছে ৭৫টির এবং অপরিবর্তিত ছিল বাকি ৩২টির।মঙ্গলবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)’র লেনদেন পরিস্থিতি ছিল এমনই।

তথ্য বলছে, ডিএসইএক্স  সূচক তিন দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে সাত হাজার ৩৩১ দশমিক ৩৯ পয়েন্টে,ডিএসইএস সূচক শূন্য দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৫৯৪ দশমিক ৪২ পয়েন্টে  ও ডিএস৩০ সূচক ১২ দশমিক ৮৫ পয়েন্ট  বেড়ে দুই হাজার ৭৭৮ দশমিক ১২ পয়েন্টে অবস্থান করে। লেনদেন হয় দুই হাজার ৩৫২ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল দুই হাজার ৭৫৫ কোটি ২০ লাখ টাকা।

মঙ্গলবার শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র ছিল লেনদেনে। লেনদেনের ক্ষেত্রে টাকার অঙ্কে  লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড ও দর বৃদ্ধিতে  ওরিয়ন ফার্মা লিমিটেড শীর্ষে ওঠে আসে। শেয়ার লেনদেন হয় ২১৩ কোটি ৯৯ লাখ টাকার, দর বৃদ্ধি পায় ৯ দশমিক ৯০ শতাংশ।

এমকে

 


মন্তব্য
জেলার খবর