মন্তব্য
পাবনায় মানুষের বাড়তি চাপে প্রেম প্রীতির বন্ধন সিনেমার অ্যাকশন দৃশ্য ও গানের শুটিং শেষ না করে ঢাকায় ফিরে এসেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস ও নায়ক জয় চৌধুরী।
শুটিং স্পটে পুলিশ ছিল, ভলান্টিয়াররা ছিল। তারপরও দর্শকদের নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। স্থানীয়রাও প্রভাব খাটাচ্ছিল। নানা রকম সমস্যায় শুটিং বন্ধ করে দিতে হয়।