মন্তব্য
প্রাণিপ্রেমিদের নিয়ে কাজ করা সংগঠন ‘দ্য পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার’ (পাও) ‘প্রাণবিক বন্ধু’ পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে।
প্রাণবিক বন্ধুর সেই তালিকায় প্রথমদিকে আছেন দুই বাংলার অন্যতম অভিনেত্রী জয়া আহসান।
১২ মাসই অসহায়-অসুস্থ পশু-পাখির জন্য কাজ করেন। রাস্তার কুকুর-বেড়ালদের জন্য নিজ হাতে খাবার তৈরি করে সেটি পরিবেশন করেন। কাঁটাবনে পশু-পাখির মার্কেটের অব্যবস্থাপনা নিয়েও কলম ধরেছেন।