সূর্যের উষ্ণতায় জায়রা ওয়াসিম 

০৬ অক্টোবর ২০২১

দঙ্গল’ ও ‘সিক্রেট সুপারস্টার’ ছবিতে অভিনয় করে প্রশংসা পাওয়া নায়িকা জায়রা ওয়াসিম অভিনয় জগত ছাড়ার পর ইনস্টাগ্রামে এই প্রথমবার নিজের ছবি পোস্ট করলেন।

এই কাশ্মীরি কন্যার পোস্ট করা ছবিতে দেখা যায়, একটা ব্রিজের ওপর হাঁটছেন তিনি। তবে পরে রয়েছেন বোরখা। ক্যাপশনে লিখেছেন- ‘অক্টোবরে সূর্যের উষ্ণতা’।


মন্তব্য
জেলার খবর