জার্মান রসায়নবিদ বেনিয়ামিন লিস্ত ও স্কটিশ বংশোদ্ভূত মার্কিন রসায়নবিদ ডেভিড ডব্লিউ.সি. ম্যাকমিলান এ বছর রসায়নে শাস্ত্রে যৌথভাবে নোবেল পেয়েছেন। ‘অ্যাসাইমেট্রিক অর্গানোক্যাটালাইসিস’ নামে অণু তৈরির নতুন এক কৌশল আবিষ্কারের জন্য তাদরকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
সুইডেনের রাজধানী স্টকহোমে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সের মহাসচিব গোরান হ্যানসন বাংলাদেশ সময় বুধবার (৬ অক্টোবর) দুপুর ৩টার দিকে
বিজয়ীদের নাম ঘোষণা করেন। পুরষ্কারের ১ কোটি সুইডিশ ক্রোনার ভাগাভাগি করে নেবেন এ দুই বিজ্ঞানী।
৪ অক্টোবর চিকিৎসা শাস্ত্রে যৌথভাবে নোবেল বিজয়ী হিসেবে দুই মার্কিন চিকিৎসা বিজ্ঞানী আর্ডেম পাতাপোশিয়ান ও ডেভিড জুলিয়াসের নাম ঘোষণা করা হয়। তাপমাত্রা ও স্পর্শের জন্য রিসেপ্টর আবিষ্কারের গবেষণার জন্য তারা যৌথভাবে এ পুরস্কার পান। এর পরদিন পদার্থবিজ্ঞানে নোবেল পুরষ্কার পান সিউকুরো মানাবে, ক্লাউস হ্যাসেলমেন ও জর্জিও প্যারিসি।
আরআই