দেশে করোনায় ভুগে গত ২৪ ঘণ্টায় ২১ জন মারা গেছেন। একই সময়ে নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৭০৩ জনের। শনাক্তের হার দুই দশমিক ৮৮। সুস্থ হয়েছেন ৮১৭ জন। বুধবার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬০ হাজার ১৫৫ জনের। এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৬৩৫ জন, সুস্থ হয়েছেন ১৫ লাখ ২১ হাজার ১১৩ জন। শনাক্তের হার ১৫ দশমিক ৮১। নমুনা পরীক্ষা হয়েছে ৯৮ লাখ ৬৯ হাজার ২৯৩টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ২৪ হাজার ৫৩১টি, পরীক্ষা হয়েছে ২৪ হাজার ৩৭৬টি। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৯ জন, নারী ১২ জন। বিভাগের মধ্যে আট জন করে ঢাকা ও চট্টগ্রাম মিলে ১৬ জন, দুই জন করে খুলনা ও রংপুর মিলে ৪ জন ও সিলেটে ১ জন। সরকারি হাসপাতালে ১৯ জন, বেসরকারি হাসপাতালে ১জন আর বাড়িতে ১জন মারা গেছেন ।
এমকে