বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মঙ্গলবার এই ক্রিকেটারের ৩৭তম জন্মদিন ছিল। তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সামাজিক মাধ্যম ফেসবুকে একটি স্টাটাসের মাধ্যমে শুভেচ্ছা জানায় তারা।
নিজেদের ভেরিফাইড পেইজে মাশরাফির উইকেট উদযাপনের একটি ছবি পোস্ট করে আইসিসি লিখেছে, ‘৩৬ টেস্ট, ২২০ ওয়ানডে ও ৫৪টি টি-টোয়েন্টি। ৩৯০ আন্তর্জাতিক উইকেট ও ২৯৫৫ রান। সব ফরম্যাট মিলিয়ে বাংলাদেশকে ১১৭ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, যা তার দেশের হয়ে সর্বোচ্চ। মাশরাফি মর্তুজাকে জন্মদিনের শুভেচ্ছা।’
২০০১ সালের ৮ নভেম্বর ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক অঙ্গণে যাত্রা শুরু হয় মাশরাফির। অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সফল ছিলেন মাশরাফি। তার নেতৃত্বে ৮৮ ওয়ানডেতে ৫০ জয় ও ২৮টি টি-টোয়েন্টিতে ১০ জয় পেয়েছে বাংলাদেশ। একটি মাত্র টেস্টে নেতৃত্ব দিয়েও জয় পেয়েছেন মাশরাফি।
আরআই