১৭ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্ব। এতে অংশ নিতে ইতোমধ্যে ওমানে অবস্থান করছে বাংলাদেশ। এর আগে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে মুশফিক-মাহমুদুল্লাহরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)র পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত জানানো হয়েছে।
৮ অক্টোবর ওমানের আল আমেরাত ক্রিকেট স্টেডিয়ামে টাইগাররা প্রস্তুতি ম্যাচ খেলবে ওমান ‘এ’ দলের বিপক্ষে। ম্যাচটি হবে দিবা-রাত্রির। বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে। এ মাঠেই বাংলাদেশ দল বিশ্বকাপের মূল পর্বের প্রথম ৩টি ম্যাচ খেলবে। আগে থেকেই এ মাঠে খেলতে পারায় মাহমুদুল্লাহদের জন্য সুবিধা হবে।
পরের প্রস্তুতি ম্যাচটি খেলতে ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে পৌঁছবে টাইগাররা। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ১২ অক্টোবর শ্রীলঙ্কার প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। শেষ ম্যাচটি ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগাররা। এরপর বিশ্বকাপের মূল পর্বে অংশ নিতে আবারও ওমানে ফিররে হবে বাংলাদেশ দল।
বিশ্বকাপের মূল পর্ব শুরু হবে ১৭ অক্টোবর থেকে। উদ্বোধনী দিনেই বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে স্কটল্যান্ডের বিপক্ষে। ১৯ অক্টোবর স্বাগতিক ওমান ও ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে প্রথম পর্বের ম্যাচ খেলবে রিয়াদ বাহিনী। ২৩ অক্টোবর থেকে শুরু হবে সুপার-১২ এর খেলা।
আরআই