আইসিসির মাসসেরার দৌঁড়ে নাসুম

০৬ অক্টোবর ২০২১

আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের তরুণ ক্রিকেটার নাসুম আহম্মেদ। বুধবার এক বিবৃতিতে সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড়ের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করে আইসিসি। বাকি দুজন হচ্ছেন নেপালের সন্দিপ লামিচানে ও যুক্তরাষ্ট্রের জাসকারান মালহোত্রা।

 

সম্প্রতি অভিষেক হওয়া এই স্পিনার পরপর ৩টি সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে তার পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। ভালো খেলে দলকে জিতিয়েছেন। তার চোখ ধাধানো এ পারফরমেন্সের পুরস্কারও এবার পেতে যাচ্ছেন।

 

গত মাসে আইসিসি বিশ্বকাপ সুপার লিগে ছয় ওয়ানডে খেলে ১৮ উইকেট নিয়েছিলেন নেপালের লামিচানে। আর যুক্তরাষ্ট্রের জাসকারান সম্প্রতি দারুণ খেলেছেন। এক ওভারে ছয় ছক্কা মেরে দারুণ কীর্তি গড়েন। পাপুয়া নিউগিনির বিপক্ষে এক ম্যাচে খেলেন ১৭৩ রানের অপরাজিত ইনিংস। তাই আইসিসির নজর কাড়তে সক্ষম হন তিনিও।

 

আরআই


মন্তব্য
জেলার খবর