ইউক্রেন যেন ন্যাটোর সদস্যপদ গ্রহণ না করে সেজন্য চাপ সৃষ্টি করতে দেশটির সীমান্তে সেনা মোতায়েন করেছে রাশিয়া। অথচ ইউক্রেনের সামনে ন্যাটোয় যোগদান ছাড়া অন্য কোনো পথ নেই বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ন্যাটো জোটই তার দেশের নিরাপত্তা নিশ্চিত করবে।
কিয়েভে বিবিসি’র এক সাংবাদিকের সঙ্গে আলাপকালে জেলেনস্কি রাশিয়ার হুমকির কারণে ন্যাটোতে যোগ দেওয়া ‘সহজ হবে না’ বলে স্বীকার করে নিলেও ইউক্রেনের সামনে অন্য কোনো পথ খোলা নেই বলে নিজেদের অবস্থান পরিষ্কার করেন।
তিনি আরো বলেন, ন্যাটো জোটে যোগ দেওয়া ইউক্রেনের উচ্চাকাঙ্খা নয়। আমরা ১৫,০০০ মানুষকে হারিয়েছি। এটি (ন্যাটোতে যোগদান) উচ্চাকাঙ্খা নয়, আমাদের জীবনের ব্যাপার।
বিষয়টি কেবল ন্যাটো সম্পর্কিত নয়; এটি জনগণের ভবিষ্যতের ব্যাপার। ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি কেবল এর সদস্যপদ পাওয়া নয়। আমরা যদি ন্যাটো, ইইউ, আপাত অধিকৃত অঞ্চল নিয়ে কথা বলি- তাহলে আমরা আমাদের স্বাধীনতার বিষয়েই কথা বলছি।
আরআই