নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ-মানবন্ধন

০৬ অক্টোবর ২০২১

নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আলাদাভাবে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে রাজধানী ঢাকায়। বুধবার রাজধানীর জিপিও এলাকায় বিক্ষোভ মিছিল করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানবন্ধন করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)। উভয় কর্মসুচিতেই বক্তরা বলেন, এসব পণ্যের মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস ওঠেছে কৃষক, শ্রমিক এবং পেশাজীবীসহ সীমিত আয়ের মানুষের। নিত্যপণ্যের উর্ধ্বগতির জন্য বাজার সিণ্ডিকেটকে দোষারোপ করেছেন তারা।    

জাসদের মিছিল পূর্ব সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, বাজার সিন্ডিকেটের কারসাজিতেই চাল, ডাল, তেল, লবণ, পেয়াজ, পোল্ট্রি মুরগি, ডিমের বাজার নিয়ন্ত্রণহীন। এ সিন্ডিকেটের দাপট দেখে মনে হয় সরকার ও প্রশাসন তাদের কাছে অসহায়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর জাসদের যুগ্ম সমন্বয়ক ও জাসদ সহ-সভাপতি নুরুল আকতার। বক্তব্য দেন ‑ দলটির ঢাকা মহানগরের সমন্বয়ক ও মীর হোসাইন আক্তার, ঢাকা মহানগর উত্তরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত রায়হান, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ সভাপতি সাইফুজ্জামান বাদশা, বাংলাদেশ ছাত্রলীগ(হা-ন) সভাপতি আহসান হাবিব শামীম প্রমুখ।

অন্যদিকে ন্যাপ’র কর্মসূচিতে বক্তারা বলেন, শুধু ধনিক শ্রেণি ও লুটেরাদের স্বার্থ রক্ষায় ব্যস্ত রয়েছে সরকার । এ সুযোগে জনগণের পকেট কেটে নিয়ে যাচ্ছে বাজার সিন্ডিকেট । দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কার্যকর কোনো ব্যবস্থা চোখে পড়ছে না। এসব পণ্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে না পারলে দেশকে অশুভ দিনের মুখোমুখি হতে পারে। টিসিবি পণ্যের সহজলভ্যতা, ভোক্তা অধিকার সংরক্ষণ, কালোবাজারি ও মজুতদারি শক্ত হাতে দমন এখন সময়ের দাবি।

ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য দেন- জাতীয় পার্টি ঐক্য প্রক্রিয়ার সমন্বয়ক অধ্যাপক ইকবাল হোসেন রাজু, লেবার পার্টি চেয়ারম্যান হায়দুল্লাহ আল মেহেদী, মহাসচিব আবদুল্লাহ আল মামুন, এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ জাতীয় লীগ সভাপতি ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ প্রমুখ।

এমকে


মন্তব্য
জেলার খবর