৬০ হাজার টন ইউরিয়া কিনছে সরকার

০৬ অক্টোবর ২০২১

দেশের আভ্যন্তরীণ চাহিদা মেটাতে ৬০ হাজার মেট্রিক টন ব্যাগড প্রিল্ড ইউরিয়া সার কিনছে সরকরা। এজন্য ব্যয় হবে ২৫৮ কোটি ৫৪ লাখ টাকা। বুধবার  সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবনার অনুমোদন দেয়া হয়েছে। ভার্চুয়াল এ বৈঠকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভাপতিত্ব করেন। বৈঠক শেষে  সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সামসুল আরেফিন।

অতিরিক্ত সচিব সামসুল আরেফিনের দেয়া তথ্যানুযায়ী, এ সারের মধ্যে ৩০ হাজার মেট্রিক টন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কাতারের মুনতাজাত থেকে আর বাকিটা ইউইএ ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কেনা হবে।

বৈঠকে সিঙ্গাপুরের এমএস ভাইটল এশিয়া পিটিই লিমিটেডের কাছ থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানি,জিটুজি ভিত্তিতে এক লাখ মেট্রিক টন গম আমদানিসহ বেশ কয়েকটি প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান অতিরিক্ত সচিব সামসুল আরেফিন।

এমকে

 


মন্তব্য
জেলার খবর