মন্তব্য
ভারতের মুম্বাইয়ের বাসিন্দা আকঙ্কা যাদব নিজের ৯ ফুট সাড়ে ১০ ইঞ্চি লম্বা চুলকে আর্শীবাদ বলে মনে করেন।
এই লম্বা চুলের কারণে ভারতের লামিকা বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছেন তিনি।
এতো লম্বা চুলের যত্ন কিভাবে নেন জানতে চাইলে তিনি বলেন, আমি কখনোই ২০ মিনিটের বেশি চুলের পেছনে ব্যয় করি না।