বিলাসবহুল বাড়িতে শ্রাবন্তী

০৭ অক্টোবর ২০২১

কলকাতার বাইপাস সংলগ্ন হাইরাইজ আরবানা কমপ্লেক্সের বাসিন্দা টালিউডের আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি।

শ্রাবন্তীর বিলাসবহুল বাড়ির ভেতরের ফ্ল্যাটের দেয়ালে অফ হোয়াইট রঙ দিয়ে নকশা কাটা, তাতে শোভা পাচ্ছে নানা ফটো-ফ্রেম। বিছানার পেছনে সবুজ ভেলভেট শিটের ওপর বড় সাইজের আয়না, দুই পাশে সোনালি বল। বিছানার বাঁ দিকে রয়েছে বড় কাঁচের জানালা, যা দিয়ে বাইরের মনোরম দৃশ্য দেখা যায়।

 রয়েছে সুসজ্জিত বার-কাউন্টার।  ফ্ল্যাটটির সবচেয়ে বড় হাইলাইট খোলা বারান্দা। কাঁচের দরজা সরালেই বহুতল এ বাড়ির উপর থেকে গোটা কলকাতা শহরটাকেই যেন পাখির চোখে দেখা যায়! 


মন্তব্য
জেলার খবর