মন্তব্য
ফেসবুক ও সংশ্লিষ্ট অ্যাপগুলো শিশুদের মধ্যে বিভেদ বাড়াচ্ছে এবং গণতন্ত্রকে দুর্বল করে দিচ্ছে বলে মন্তব্য করেছে ফেসবুকের সাবেক প্রোডাক্ট ম্যানেজার ৩৭ বছর বয়সী ফ্রান্সেস হাউগেন।
তিনি বলেন, ‘ফেসবুক ও ইন্সটাগ্রামের সাথে জড়িত কর্মকর্তারা জানেন, কীভাবে এই বিষয়কে নিরাপদ করা যায় তারা জানেন কিন্তু তারা সেসব পদক্ষেপ নেননি। কারণ তারা জনগণের ভালোর চেয়ে নিজেদের মুনাফার প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন।'
তবে ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান কর্মকর্তা মার্ক জাকারবার্গ বলেন, 'আমরা যা কিছু তৈরি করছি, সেখানে শিশুরা যাতে নিরাপদ থাকে এবং তাদের জন্য ক্ষতিকর না হয়, এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।'