রিয়ালেই যেতে চান এমবাপ্পে

০৭ অক্টোবর ২০২১

ফ্রাঞ্চের ফুটবলার কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া নিয়ে গুঞ্জন চলছিল। সেই গুঞ্জনই এবার সত্যি হলো। ফ্রান্সের এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়ে দিলেন রিয়ালে যেতে চান তিনি।

 

দলবদলের সময়সীমায় রিয়াল মাদ্রিদের বেশ কয়েকটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল পিএসজি। এখন যা অবস্থা, তাতে আগামী জুনে চুক্তির মেয়াদ শেষ হলে মুক্ত ফুটবলার হিসেবে এমবাপ্পেকে পেয়ে যেতে পারে স্পেনের এই ক্লাবটি। এজন্য তাদের অতিরিক্ত খরচও হবে না।

 

২২ বছরের ফরাসি এই তারকা বলেছেন, ‘চুক্তির মেয়াদ বাড়াতে চাই না বলেই ক্লাব ছাড়তে চেয়েছিলাম। ভেবেছিলাম, সেটা হলে পিএসজিও ভালো ট্রান্সফার ফি ও আমার যোগ্য বিকল্প পেয়ে যাবে।’

 

রিয়ালে খেলা লক্ষ্য হলেও প্যারিসের ক্লাবের প্রতি তিনি যে কৃতজ্ঞ, তা অকপটে স্বীকার করেছেন এমবাপে, ‘এই ক্লাব অনেক দিয়েছে। এখানে সবসময়ই আনন্দে কাটিয়েছি। এমনকি চার বছর পরেও আমি পিএসজিতে দারুণ সুখী। তবু, অনেক আগেই দল ছাড়ার ইচ্ছের কথা জানিয়েছিলাম। একইসঙ্গে এটাও বলেছিলাম, যদি ক্লাব ছাড়তে না চায়, তা হলে প্যারিসেই থেকে যাব।’

 

আরআই


মন্তব্য
জেলার খবর