মৃত্যু ১২, শনাক্ত ৬৬৩

০৭ অক্টোবর ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১২ জনের মৃত্যু হয়েছে। নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৬৬৩ জনের। শনাক্তের হার দুই দশমিক ৯৭। করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৬৪ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬০ হাজার ৮১৮ জনের। এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৬৪৭ জন। ১৫ লাখ ২১ হাজার ৭৭৭ জন সুস্থ হয়েছেন। শনাক্তের হার ১৫ দশমিক ৭৮। নমুনা পরীক্ষা হয়েছে ৯৮ লাখ ৯১ হাজার ৬১৪টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ২২ হাজার ৭৮২টি,পরীক্ষা হয়েছে ২২ হাজার ৩২১টি। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ছয় জন, নারী ছয় জন। বিভাগের মধ্যে ঢাকার চার জন, চট্টগ্রামের পাঁচ জন, খুলনার দুই জন ও রাজশাহীর একজন। সরকারি হাসপাতালে ১১ জন ও বাকি একজন মারা গেছেন বেসরকারি হাসপাতালে ।

এমকে


মন্তব্য
জেলার খবর