তোমরা চলচ্চিত্র জগতের জগতটাকে পায়ে পিষছো : সোহেল রানা

১৮ ফেব্রুয়ারী ২০২২

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে বিশৃঙ্খলা চরম আকার ধারণ করেছে। নির্বাচন নিয়ে কাঁদা ছোড়াছুড়ি শিল্পীদের ভাবমূর্তিকে বিনষ্ট করেছে। এতে রীতিমতো বিরক্ত বর্ষীয়ান শিল্পীরা।

 

জায়েদ ও নিপুণকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘আমি তো পারলে সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনকে বলতাম, ‘ইলিয়াস, বাবা রে সময় থাকতে এখান থেকে চলে আয়। নতুন করে আমি নির্বাচন দিলাম, যে আগের কমিটি ব্যানড। নতুন কমিটি হোক, নতুন করে নির্বাচন হোক সুন্দর করে। এরকম বলতে ইচ্ছে হয়, কিন্তু আমি জানি এটা হবার নয় বা হবে না।’

 

২৮ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রাথমিকভাবে জয়ী হন অভিনেতা জায়েদ খান। কিন্তু নির্বাচনবিধি লঙ্ঘনের অভিযোগে তার প্রার্থিতা বাতিল হলে একই পদে শপথ গ্রহণ করেন জায়েদের প্রতিদ্বন্দ্বী নিপুণ আক্তার। পরে এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন জায়েদ। তারা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করে যাচ্ছেন। 

 

সোহেল রানা আরো বলেন, ‘আমি শুধু এটুকু অনুরোধ করতে পারব ছোট হিসেবে নিপুণকে ও জায়েদকে ছোট ভাই হিসেবে; যতটুক গেছো, ইটস নট গুড, এটা দেখতে সুন্দর লাগছে না। যেমনটা একটা ফুলকে গাছ থেকে ছিঁড়ে তোমরা পায়ে দলছো। আমাদের কাছে তো সেরকম কষ্ট লাগছে, যে তোমরা চলচ্চিত্র জগতের সুন্দর জগতটাকে পায়ে পিষছো।’

 

আরআই


মন্তব্য
জেলার খবর