একটি খবর- দুই মাসে করোনার টিকা কার্যক্রমে দক্ষিণ এশিয়ার একটি ছাড়া বাকি দেশগুলোর অগ্রগতি ভালো হলেও পিছিয়ে আছে বাংলাদেশ। আরেকটি খবর- গত অর্থবছরের (২০২০-২১) দ্বিতীয়ার্ধ থেকেই অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের। চলমান করোনা পরিস্থিতির মধ্যে এ খবর দুটি দিয়েছে বিশ্বব্যাংক, তাদের ‘মোড় পরিবর্তন: ডিজিটাইজেশন ও সেবানির্ভর উন্নয়ন’ প্রতিবেদনে।প্রতিবেদনটি প্রকাশ হয়েছে বৃহস্পতিবার।
প্রতিবেদনে বলা হয়েছে, মোট আট দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সাত নম্বরে, আফগানিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে শতকরা ১৪ জন মানুষ কমপক্ষে একডোজ টিকা পেয়েছেন, ভুটান ও মালদ্বীপের ক্ষেত্রে ৬০ শতাংশ মানুষ দ্বিতীয় ডোজ পেয়েছেন। ভারতের ক্ষেত্রে এ হার ১৫।
বাংলাদেশের অর্থনীতি প্রসঙ্গে বলা হয়েছে, করোনার ধাক্কা সামলে অর্থনীতি উচ্চ প্রবৃদ্ধির দিকে যাচ্ছে। টিকা দেয়ার গতির ওপর ভবিষ্যতে অর্থনীতি আরো চাঙা হতে পারে। চলতি অর্থবছরে (২০২১-২২) ৬ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে জিডিপি (মোট দেশজ উৎপাদনে )। আগামী অর্থবছরে (২০২২-২৩) এ প্রবৃদ্ধি ৬ দশমিক ৯ শতাংশ হতে পারে। প্রসঙ্গত, চলতি অর্থবছরের জাতীয় বাজেটে এ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ।
এমকে