৬ দশমিক ৯ শতাংশ হতে পারে জিডিপি প্রবৃদ্ধি

০৭ অক্টোবর ২০২১

চলতি অর্থবছরে (২০২১-২২) বাংলাদেশ  জিডিপিতে (মোট দেশজ উৎপাদন) ৬ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি  অর্জন করতে পারে। আর প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকলে আগামী অর্থবছরে (২০২২-২০২৩) ৬ দশমিক ৯  শতাংশ হতে পারে এ প্রবৃদ্ধি। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই আভাস দিয়েছে বিশ্বব্যাংক। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়া এবং রফতানি প্রবৃদ্ধি বিবেচনা নিয়েই এ আভাস দেয়া হয়।

বিশ্বব্যাংক বলছে, এক দশকে বিশ্বে দ্রুত ক্রমবর্ধমান অর্থনীতির দেশগুলোর একটি বাংলাদেশ। ৫০তম জন্মদিনে মধ্যম আয়ের দেশ হওয়ার আকাঙ্ক্ষায় প্রবৃদ্ধি ও উন্নয়নের সফল পথচলার রেকর্ড রয়েছে। ইতোমধ্যেই স্বল্পোন্নত (এলডিসি) থেকে উত্তরণ ঘটেছে উন্নয়নশীল দেশে। বিপুল সংখ্যক কর্মক্ষম তরুণ জনগোষ্ঠী, তৈরি পোশাক শিল্পের শক্তিশালী অবস্থান আর স্থিতিশীল অর্থনৈতিক পরিস্থিতির সুবাদে এ প্রবৃদ্ধি সম্ভব হয়েছে।  বিশ্বব্যাংক জানিয়েছে, জিডিপি প্রবৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনে ইতিবাচক ধারাতেই আছে বাংলাদেশ। ১৯৯১ সালে বাংলাদেশে দারিদ্র্যের হার ৪৩ দশমিক ৩ থাকলেও ২০১৬ সালে নেমে এসেছে ১৪ দশমিক ৩। অনেক উন্নতি করেছে মানব উন্নয়ন সূচকেও।

এমকে

 


মন্তব্য
জেলার খবর