নড়াইল প্রতিনিধি:
নড়াইলে মাদকের একটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় দুই মাদককারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে জব্দকৃত ফেনসিডিল ধ্বংসসহ আলম-সাধু গাড়ি নিলামে বিক্রি করে সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমার নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলো- ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার ব্রজপাটলী গুচ্ছগ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম এবং আব্দুল হাকিম গাজী। আসামিরা পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৭ আগস্ট বিকালে নড়াইল-যশোর সড়কের আবাদ মোড়ে ইঞ্জিনচালিত আলম-সাধুর বডির ভেতর থেকে এক হাজার ২২৫ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাদের আটক করে পুলিশ। এ মামলায় ৯ জন সাক্ষ্য দেন আদালতে।
ফরহাদ খান/এমকে