ঐক্যবদ্ধভাবে সবাইকে গণআন্দোলন করার আহবান

০৭ অক্টোবর ২০২১

দেশের গণতন্ত্র উদ্ধারে রাজনৈতিক ও সামাজিক দলসহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে  গণআন্দোলন করার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বলেছেন,  এটা শুধু বিএনপির একক সংগ্রাম নয়, পুরো জাতির সংগ্রাম।  বৃহস্পতিবার  বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় এ আহবান জানান।রাজধানী ঢাকায়  জাতীয় প্রেস ক্লাবে এ সভার আয়োজন করে অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স (অ্যাব)।

সব সময়  তরুণ ও যুবকদের মাধ্যমেই পরিবর্তন আসে উল্লেখ করে বিএনপি মহাসচিব জানান, দুর্ভাগ্যজনক এখন দেশের তরুণ-যুবকদের সামনে দেখতে পাওয়া যাচ্ছে না। আবরার হত্যাকাণ্ডের প্রতিবাদে ফুসে ওঠা সেদিনের তরুণ সমাজকে দুঃখজনকভাবে আজকে কোনো কর্মসূচিতে দেখা যাচ্ছে না।

আবরার হত্যাকাণ্ড প্রসঙ্গে বলেন, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।এ হত্যাকাণ্ড দেশের সামগ্রিক সঙ্কটের একটা প্রতিচ্ছবি। বহু আবরার হত্যা হয়েছে, অনেক নেতাকর্মী গুম  হয়েছে। এটা একটি সুদূরপ্রসারী আধিপত্যবাদী চক্রান্ত- যোগ করেন মির্জা ফখরুল।

 

এমকে


মন্তব্য
জেলার খবর