ঈদে মিলাদুন্নবী ২০ অক্টোবর

০৭ অক্টোবর ২০২১

বৃহস্পতিবার দিন শেষে বাংলাদেশের সীমানায় আকাশের কোথাও হিজরি রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই শনিবার থেকে শুরু হবে এ মাস। আর ২০ অক্টোবর (বুধবার) পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। রাজধানী ঢাকায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। সভায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব আ. আউয়াল হাওলাদার ও ফাউন্ডেশনটির মহাপরিচালকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্র্রসঙ্গত, রবিউল মাসের ১২ তারিখে জন্মগ্রহণ করেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)। তাঁর তিরোধানের দিনও এটা। দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করেন মুসলিম উম্মাহ।দিনটি বাংলাদেশে সরকারি ছুটি।

এমকে


মন্তব্য
জেলার খবর