মন্তব্য
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আগুনের ঘটনায় ৯ জন শিশুসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন। বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
বিবিসি জানিয়েছর, রোববার নিউইয়র্ক সিটির ব্রঙ্কস এলাকায় ১৯ তলাবিশিষ্টি ভবনটির দ্বিতীয় অথবা তৃতীয় তলায় থেকে এই আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস বিভাগের কমিশনার ড্যানিয়েল নিগরো জানান, ফায়ার সার্ভিসের প্রায় ২০০ কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তারা হতাহতদের উদ্ধার করে বাইরে নিয়ে আসছে। আগুন দ্রুত ভবনের প্রতিটি তলায় ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রচণ্ড ধোঁয়া ও তীব্র আগুনের মুখোমুখি হয়েছেন। অগ্নিকাণ্ডে ৩২ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
আরআই