লেনদেন কমেছে ২০৮ কোটির বেশি টাকা

১৮ ফেব্রুয়ারী ২০২২

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে সিংহভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটদর। আর পতন দেখা গেছে সূচকের। আগের কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেনও, পরিমাণে ২০৮ কোটি ৬৫ লাখ টাকা।

শেয়ার লেনদেনে অংশ নেওয়া ৩৭৯টি কোম্পানির মধ্যে দর কমেছে ২৫৭টির, বেড়েছে ৭৫টির এবং বাকি ৪৫টির অপরিবর্তিত ছিল। তিন সূচকের মধ্যে ডিএসইএক্স ৫২ দশমিক ৩৩, ডিএসইএস ১৩ দশমিক ০৬ ও ডিএস-৩০ ২৪ দশমিক ৭৫ পয়েন্ট কমেছে। দিন শেষে ডিএসইএক্স ৬ হাজার ৯৯১ দশমিক ৩৫, ডিএসইএস এক হাজার ৫০৮ দশমিক ১৪ ও ডিএস-৩০ দুই হাজার ৫৭৩ দশমিক ৮৫ পয়েন্টে পয়েন্টে অবস্থান করে।

লেনদেন হয় এক হাজার ৪ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল এক হাজার ২১৩ কোটি ৬৪ লাখ টাকা। বৃহস্পতিবার লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের চিত্র দেখা গেছে। লেনদেনের তালিকায় বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড টাকার অঙ্কে শীর্ষে উঠে আসে, ১০৪ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। আর ৮ দশমিক ৩৯ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে থাকে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এমকে


মন্তব্য
জেলার খবর