উপত্যকায় বিষণ্ন প্রতিধ্বনির আওয়াজ : সামান্থা

০৮ অক্টোবর ২০২১

 নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদ ঘোষণার পর এই প্রথম ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন ভারতের দক্ষিণী তারকা সামান্থা আক্কিনেনি ।  ছবির সঙ্গে ক্যাপশনও  দিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। 

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, পুরনো ভালবাসার গান। পাহাড় আর গিরিখাদে শীতের হাওয়ার শব্দ, প্রাপ্তি আর অপ্রাপ্তির গান। উপত্যকায় বিষণ্ন প্রতিধ্বনির আওয়াজ আর পুরনো প্রেমিকদের গান। পুরনো বাংলো, সিঁড়ি আর গলিতে বাতাসের শব্দ।.


মন্তব্য
জেলার খবর