সাফে বাংলাদেশের প্রথম হার

০৮ অক্টোবর ২০২১

সাফ চ্যাম্পিয়নশিপে দুই ম্যাচে অপরাজেয় থাকার মালদ্বীপের কাছে ২-০ গোলে হারল বাংলাদেশ। বৃহস্পতিবার মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দু’দল। মালদ্বীপের হয়ে গোল করেছেন হামজা মোহাম্মদ ও আলি আশরাফ।

 

আসরে টিকে থাকতে হলে জয়ের বিকল্প ছিল না মালদ্বিপের। কারণ আগের ম্যাচে নেপালের কাছে ১-০ গোলে হেরেছে দলটি। জয়ের লক্ষে খেলতে নেমে বিফল হয়নি তারা। প্রথমার্ধে বাংলাদেশের জালে গোর ঢোকাতে না পারলেও দ্বিতীয়ার্ধে ঠিকই লক্ষ্য পূরণ করে।

 

মাঠজুড়ে শুরু থেকেই দাপট দেখিয়ে খেলছিল স্বাগতিকরা। ৬৩ ভাগ সময় বল দখলে রেখে ১২টি আক্রমণ করেছে তারা। যার ৬টি ছিল অনটার্গেট শট। বিপরীতে সাতটি শট নিয়ে অনটার্গেটে মাত্র একটি নিতে পেরেছিল বাংলাদেশ। সেটি থেকেও গোল আসেনি।

 

তবে ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশের রক্ষণে চিড় ধরাতে পারেননি মালদ্বীপ। ভালোভাবেই স্বাগতিকদের আটকে রাখেন জামালরা। কিন্তু দ্বিতীয়ার্ধে আর সম্ভব হয়নি। দুই গোল করে ম্যাচ নিজেদের করে নেয় স্বাগতিকরা। ম্যাচের ৫৫ মিনিটে এগিয়ে যায় মালদ্বীপ। গোলটি করেন হামজা। এরপর ৭৪ মিনিটে স্কোরলাইন ২-০ করেন আশফাক।

 

আরআই


মন্তব্য
জেলার খবর