৩টি ইচ্ছার কথা জানালেন পাপন

০৮ অক্টোবর ২০২১

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে বেশ সফল নাজমুল হাসান পাপন। এবারের বিসিবি নির্বাচনে তাই তার জয়ী হওয়া অনুমিতই ছিল। নির্বাচনের পর বোর্ডের ২৫ পরিচালক বৃহস্পতিবার সভাপতি বাছাইয়ের জন্য বৈঠকে বসেন। বৈঠক শেষে তারা সভাপতি হিসেবে টানা ৪র্থ বারের মতো পাপনকেই বেছে নিলেন।

 

নতুন মেয়াদে দায়িত্বে এসে তিনটি দিকে গুরুত্ব দেওয়ার কথা জানালেন বিসিবিপ্রধান। পাপন বলেন, ‘আজ স্বল্প সময়ের মিটিংয়ে আমি বলেছি, অনেক কাজ বাকি আছে। এতদিন অনেক কাজ করেছি এটা মনে করা ভুল হবে। কারণ, এখন আরো কঠিন সময় আসছে। আমাদের প্রথম কাজ হলো শেখ হাসিনা স্টেডিয়াম। এটা আমাদের যত দ্রুত সম্ভব চালু করতে হবে। কারণ আমরা যে আইসিসি ইভেন্টে আবেদন করেছি সেখানে আমাদের এ স্টেডিয়াম দেখানো আছে। এটা ছাড়া কিন্তু আমরা ওই টুর্নামেন্ট পাব না। তো এটা নাম্বার ওয়ান, টপ প্রায়োরিটি।’

 

তিনি আরো বলেন, ‘দ্বিতীয়ত, গঠনতন্ত্র। পরিচালকদের গঠনতন্ত্রে কোথায় কী পরিবর্তন আনা যায় তা বলতে বলেছি। পরের বোর্ড মিটিংয়ে তারা পরিবর্তনের মতামত উপস্থাপন করবেন। আমার প্রস্তাব হলো– আমাদের এখানে এতগুলো ক্লাব অংশগ্রহণ করে অথচ ক্লাবগুলোর ভোট নেই। এমন সব ভোটারের নাম দেখি ক্রিকেটের সঙ্গে যাদের কোনো সম্পর্কও নেই। এখানে একটা পরিবর্তন আসা দরকার।’

 

‘তৃতীয়ত, আঞ্চলিক ক্রীড়া সংস্থা তৈরি। এটার সঙ্গেই কাঠামোগত উন্নয়নের কথা এসেছে। ক্রিকেট এ্যাকাডেমি ইতোমধ্যে এক জায়গায় হয়েছে, আরেক জায়গায় হচ্ছে। আর কোথায় কোথায় হবে এটা নিয়ে প্রস্তাব করেছি।

 

আরআই


মন্তব্য
জেলার খবর