নেপাল থেকে ফিরতেই হলো তামিমকে

০৮ অক্টোবর ২০২১

দীর্ঘ সময় ধরে জাতীয় দলে খেলছেন বাংলাদেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল খান। দলের অনেক জয়ের নায়ক তিনি। সেই সাথে অনেক রেকর্ডও নিজের ঝুলিতে ভরেছেন। কিন্তু ইনজুরি যেন কাল হয়ে দাঁড়িয়েছে। কিছুতেই পিছু ছাড়ছে না। এই ইনজুরির কারণেই বিশ্বকাপ দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

 

চোট কাটিয়ে নিজেকে ফিট করে তুলতে নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলতে গিয়েছিলেন তামিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তাকে অনুমতি দেয়। ধীরে ধীরে ফিরতেও শুরু করেছিলেন। এরই মধ্যে এলো দুঃসংবাদ। ফের চোট পেয়েছেন। চোটের কারণে নেপাল লিগ শেষ করতে পারলেন না। ফিরে আসতে হলো দেশে।

 

ব্যাটিংয়ের সময় পেসার জিতেন্দ্র মুখিয়ার একটি বল লাগে তার বাঁহাতের বুড়ো আঙুলে। ৯ বলে ৯ রান করে ফেরেন তিনি। ব্যাথা নিয়ে ড্রেসিং রুমে ফিরে দেখেন আঙুল ফুলে গেছে। এরপর শেষ পর্যন্ত তাকে দেশে ফিরে আসতে হলো।

 

বৃহস্পতিবার সকালে দেশের মাটিতে পা রাখেন তামিম। দেরি না করে চোটের স্থান স্ক্যানও করিয়েছেন। এতে তার আঙুলে চিড় ধরা পড়েছে। ফলে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে দেশসেরা এই ওপেনারকে।

 

ইপিএলে ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে চারটি ম্যাচ খেলেছেন তামিম। ম্যাচগুলোতে যথাক্রমে ১২, ১৪, ৪০ ও ৯ রান করেছেন তামিম।

 

আরআই


মন্তব্য
জেলার খবর