৭ মাস পর মৃত্যু নামলো ৭

০৮ অক্টোবর ২০২১

করোনায় ভুগে গত ১১ মার্চ ৬জন মারা যায়, এরপর আর একদিনে এর চেয়ে কম সংখ্যক করোনা রোগী মারা যায়নি, বরং বাড়তে বাড়তে মৃত্যুর সংখ্যা ২৬৪ পর্যন্ত ঠেকেছে। দীর্ঘ সাত মাস পর দৈনিক করোনা রোগীর মৃত্যুর সংখ্যা ১০’র নিচে নেমেছে গত ২৪ ঘণ্টায়, মারা গেছেন ৭ জন। শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতর বলছে, এ ২৪ ঘণ্টায় নুমনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৬৪৫ জনের। শনাক্তের হার দুই দশমিক ৭৭। সুস্থ হয়েছেন ৮১৪ জন। নমুনা সংগৃহীত হয়েছে ২৩ হাজার ২০৪টি, পরীক্ষা হয়েছে ২৩ হাজার ৩০২টি।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬১ হাজার ৪৬৩ জনের। এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৬৫৪ জন, সুস্থ হয়েছেন ১৫ লাখ ২২ হাজার ৫৯১ জন। শনাক্তের হার ১৫ দশমিক ৭৫ । নমুনা পরীক্ষা হয়েছে ৯৯ লাখ ১৪ হাজার ৯১৬টি।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ তিন জন, নারী চার জন। বিভাগের মধ্যে ঢাকা আর চট্টগ্রামে তিন জন করে, বাকিজন রংপুরের। সরকারি হাসপাতালে ছয় জন ও বাকিজন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

এমকে

 


মন্তব্য
জেলার খবর