ই-কমার্সে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দায় কেন নেবে সরকার

০৮ অক্টোবর ২০২১

আসল মূল্যের অর্ধেক দামে পণ্য পাওয়ার প্রলোভনে অর্থ লগ্নি করেছিল ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর গ্রাহকরা,তাই ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দায় কেন নেবে সরকার? শুক্রবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ প্রশ্ন রাখেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রংপুর নগরীর জাহাজ কোম্পানি এলাকায় গোল্ডেন টাওয়ার কমপ্লেক্সে একটি জুয়েলারি প্রতিষ্ঠানের শাখা উদ্বোধন অনুষ্ঠানে মতবিনিময় করেন বাণিজ্যমন্ত্রী।

মন্ত্রী টিপু মনশির ভাষ্যানুযায়ী, ১০-১২টি ই-কর্মাস প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতারণার শিকার হয়েছেন গ্রাহকরা। এসব প্রতিষ্ঠানে বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে সরকার।  দেশে ২০ হাজার ই-কমার্স প্রতিষ্ঠান চালু আছে। এসময় পেঁয়াজ, চিনি ও ভোজ্যতেলের দাম বৃদ্ধি নিয়েও কথা বলেন বাণিজ্যমন্ত্রী।বলেন, এসব পণ্যের ৯০ ভাগ বিদেশ থেকে আমদানি করতে হয়। বিশ্ববাজারে দাম বৃদ্ধি পাওয়ায়  দেশেও বেড়েছে। পূজা ও বন্যা শেষে ভারত থেকে আমদানির মাধ্যমে পেঁয়াজ, মরিচসহ অন্যান্য পণ্যের দাম কমবে  বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

অনুষ্ঠানে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ, রংপুর এফবিসিসিআইর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু, চেম্বার সভাপতি মোস্তফা সোহরাব টিটু চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এমকে


মন্তব্য
জেলার খবর