বিদ্রোহীদের মনোনয়ন দেয়া হবে না: ওবায়দুল কাদের

০৮ অক্টোবর ২০২১

আগে অনুষ্ঠিত নির্বাচনের  কোনো বিদ্রোহী প্রার্থীকে সদ্য তফসিল ঘোষিত নির্বাচনে দলীয় মনোনয়ন দেয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন- এবারো যারা বিদ্রোহী প্রার্থী হবেন, তাদেরকেও ভবিষ্যতে কোনো পদপদবি ও মনোনয়ন দেয়া হবে না। আর যারা অনিয়মের মাধ্যমে প্রার্থীদের নাম কেন্দ্রীয় কমিটির কাছে পাঠাচ্ছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। শুক্রবার  রাজধানীয় ঢাকায় তার বাসভবনে প্রেস ব্রিফিংকালে বিষয়টি জানান।

অনিয়মের প্রমাণ পাওয়া মাত্রই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, যারা অনিয়মের মাধ্যমে প্রার্থীদের নাম কেন্দ্রে পাঠাচ্ছেন, তাদের বিরুদ্ধে খোঁজ-খবর নেয়া হচ্ছে। এ সময় দলীয় মনোনয়নে দিতে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের নামের তালিকা কেন্দ্রে পাঠাতে তৃণমুলের নেতাদের প্রতি আহবান জানান তিনি। বিভিন্ন প্রসঙ্গে বিএনপি নেতাদের দেয়া বক্তব্যের প্রতিক্রিয়া ও পাল্টা জবাব দেন ওবায়দুল কাদের।

প্রসঙ্গত, সম্প্রতি নির্বাচন কমিশন দ্বিতীয় ধাপে ৮ শতাধিক ইউনিয়ন পরিষদ ও সংসদীয় আসনের উপ-নির্বাচনসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনের তফসিল ঘোষণা করে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর