নারীদের জিন্স প্যান্টে নিষেধাজ্ঞা

০৯ অক্টোবর ২০২১

ভারতের কর্নাটক রাজ্যে এখন থেকে মন্দিরে ঢুকতে হলে নারী এবং পুরুষ নির্বিশেষে যথাযথ ‘হিন্দু ধর্মের পোশাক’ পরতে হবে।

নিজেদের শরীর যথাযথ ভাবে না ঢেকে মন্দিরে প্রবেশ করতে পারবে না নারীরা।  পুণ্যার্থীদের জিন্স প্যান্ট পরার ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

পুরোহিত  হরিনারায়ণ আশরানা বলেছেন, নারীদের ক্ষেত্রে হিন্দু ধর্মের পোশাক শাড়ি হলেই সবচেয়ে ভাল। শাড়ি এমন ভাবে পরতে হবে যাতে নারীদের বক্ষদেশ যথাযথ ভাবে ঢাকা পড়ে।


মন্তব্য
জেলার খবর