হেরে যাবার গল্পে মারিয়া নূর

০৯ অক্টোবর ২০২১

ভারতের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে উন্মুক্ত হলো শ্যামল মাওলা ও মারিয়া নূর অভিনীত ওয়েব ফিল্ম ‘হেরে যাবার গল্প’। 

ফিল্মটিতে আরও অভিনয় করেছেন সাবেরী আলম, সামিরা খান মাহি, লিউনা লুভাইনা, হৃদয় আমিন প্রমুখ।

মারিয়া নূর বলেন, ‘হেরে যাবার গল্প’ নাম হলেও এটা আসলে বাঁচতে শেখার গল্প। আমরা হয়তো বা অনেকেই একটা সময় জীবনের হাল ছেড়ে দেই, মনে হয় বেঁচে থাকার কোনও অর্থ নেই। কিন্তু আমাদের মাঝেই অনেকে আছেন যারা জীবনের শত কষ্টের মাঝেও হাসিমুখে বাঁচতে জানেন। অন্যদেরও বাঁচতে শেখান।’’


মন্তব্য
জেলার খবর