কমছে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা

০৯ অক্টোবর ২০২১

কমছে দৈনিক করোনা সংক্রমণের হার, সেই সঙ্গে গণপরিবহন, রাস্তাঘাট, হাট-বাজার, অফিস-আদালতসহ সর্বত্রই যেন পাল্লা দিয়েই কমছে করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি মানার প্রবণতা। এতে আবারো হুট করে সংক্রমণ বেড়ে যাওয়ার সম্ভবনা থেকে যাচ্ছে। অথচ করোনার সংক্রমণ প্রতিরোধে আরোপিত কঠোর বিধিনিষেধ শিথিলের প্রজ্ঞাপনেও বলা রয়েছে- এ স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালনের বিষয়টি। কিন্তু আগের মতো এ বিষয়ে মাঠ প্রশাসনের তৎপরতাও চোখে পড়ছে না। দেশ থেকে করোনা পুরোপুরি নির্মূল না হলেও দৃশ্যত পরিস্থিতি স্বাভাবিকই মনে হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, করোনার টিকা প্রয়োগ ও করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি অনুসরণ করায় আগের তুলনায় কমলেও এ দু’য়ের সঙ্কটের কারণেরই আবার বেড়ে যেতে পারে করোনার সংক্রমণ, মৃত্যুর সংখ্যা। টিকা প্রয়োগে মৃত্যুর হার কমার সম্ভাবনা থাকলেও ঠিক সময়ে সবার টিকা নিশ্চিত করা না গেলে নতুন রূপে হানা দিতে পারে করোনা। আর স্বাস্থ্যবিধি ঠিকঠাকভাবে না মানলে সংক্রমণ আবারো বাড়তে পারে।

গত কয়েকদিনে দেখা গেছে, বেশিরভাগ পথচারীর মুখে মাস্ক নেই, থুতনিতে মাস্ক নামিয়ে চলাফেরা করছেন অনেকেই। দাঁড়ানো যাত্রী নিয়েই চলাচল করছে অধিকাংশ গণপরিবহন, মাস্ক ব্যবহারে অনীহা যাত্রীদের। রাস্তাঘাটেও আগের চেয়ে কয়েকগুন বাড়ছে মানুষের উপস্থিতি। মানা হচ্ছে না সামাজিক দুরত্ব।হাটবাজারে গাদাগাদি করেই চলছে পণ্যের কেনাবেচা। সংশ্লিষ্টরা আগের মতো মানুষকে বাধা দিচ্ছে না।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর