মন্তব্য
আদালতে হাজির করা হলে শাহরুখপুত্র আরিয়ান প্রশ্ন তোলেন- পার্টিতে অনেক লোক থাকলেও বেছে বেছে তাদের মতো কিছু লোককে কেন গ্রেপ্তার করা হলো?
আরিয়ান বলেন, ‘পার্টিতে ছিল ১৩০০ লোক। কিন্তু গ্রেপ্তার করা হলো শুধু ১৭ জনকে।’
আদালতে তার দাবি, প্রমোদতরীতে ওঠার সময় তার ব্যাগ পরীক্ষা করা হয়েছিল, সেখানে কোনো মাদক মেলেনি।