বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারল না ওমান। নাঈম শেখ, লিটন দাস, নুরুল হাসানের ব্যাটিং তাণ্ডবে ৬০ রানের বিশাল ব্যবধানে হেরেছে দলটি। শুক্রবার ওমান ‘এ’ দলের বিপক্ষে একটি আনঅফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলেছে টাইগাররা।
ওমানের আল আমেরাত ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্টিত হয়। টস হেরে টাইগারদের ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিকরা। ব্যাট করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন লিটন ও নাঈম। ১০২ রানের জুটি অনবদ্য জুট গড়েন তারা। ৩৩ বলে ৬ চার ১ ছক্কায় ৫৩ রান করে লিটন বিদায় নেন।
নাঈম এক প্রান্ত আগলে রাখলেও সৌম্য সরকার, মুশফিকুর রহিম ও আফিফ হোসেন ছিলেন আসা-যাওয়ার মধ্যে। ৫৩ বলে ৩ চার ও ২ ছক্কায় ৬৩ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ড্রেসিং রুমে ফেরেন তিনি।
এরপর ক্রিজে নামেন নুরুল হাসান ও শামিম হোসেন। ওমানের বেলারদের যেন পাত্তাই দিচ্ছিলেন না। রীতিমত ঝড় তোলেন নুরুল হাসা ও শামিম। মাত্র ১৫ বলে অপরাজিত ৪৯ রান করেন সোহান। তার ইনিংসে কোনো চার নেই, ছক্কা ৭টি! আর শামিম ১০ বলে করেন ১৯ রান। শেষ অবদি খেলে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ২০৭ রান।
লক্ষ্য তাড়া করতে নেমে নিজেদের মাঠ হওয়া সত্ত্বেও সুবিধা করে উঠতে পারেনি ওমান। ২০ ওভার অবদি খেলে ১৪৭ রান করে তারা। এই রান তুলতে গিয়ে ৯ উইকেট হারায় ওমান ‘এ’ দল। স্বাগতিকদের মধ্যে সর্বোচ্চ ৪৩ রান করেন শোয়েব খান। শেষদিকে রফিউল্লাহ ১৪ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলেন। মাঝে মেহরান খান ও রৌফ আতাউল্লাহ দুজনেই ১৯ রান করেন।
৩ উইকেট নিয়েছেন শরিফুল। দুটি উইকেট ঝুলিতে পুরেছেন সাইফউদ্দিন। এছাড়া নাসুম, মেহেদী হাসান ও আফিফ হোসেন ১টি করে উইকেট নিয়েছেন।
আরআই