শিক্ষার্থীদের দ্রুত টিকা দেয়া হবে

০৯ অক্টোবর ২০২১

দিন-ক্ষণ স্পষ্ট না করলেও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের করোনার টিকা দেয়ার কার্যক্রম দ্রুতই শুরু করা হবে। শনিবার মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকায় এক অনুষ্ঠানে এ আশার কথা শোনান। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও অনুদান প্রদান উপলক্ষে এ অনুষ্ঠান হয়।

স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, দেশের প্রায় ৫০ ভাগ মানুষকে আগামী ডিসেম্বরের মধ্যেই করোনার টিকা দেয়া হবে। আর ৭০ থেকে ৮০ ভাগ মানুষকে টিকা দেয়া সম্ভাবনা রয়েছে আগামী এপ্রিলের মধ্যে ।

এমকে


মন্তব্য
জেলার খবর