চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০ পিস স্বর্ণের বারসহ বেলাল নামে সিভিল অ্যাভিয়েশনের এক নিরাপত্তাকর্মীকে আটক করেছে এনএসআই এবং শুল্ক গোয়েন্দারা। শনিবার সকালে বিমানবন্দরটির একটি টয়লেট থেকে বের হওয়ার পরে তাকে আটক করা হয়। সবগুলো বার মিলে ১০ কেজি ওজনের এ স্বর্ণের দাম আনুমানিক ৫ কোটি ৩৫ লাখ টাকা, বারগুলো তার কোমরের বেল্টে লাগানো ছিল।বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, টয়লেট থেকে বের হওয়ার পরে তাকে চ্যালেঞ্জ করে শুল্ক গোয়েন্দা এবং এনএসআই কর্মীরা। এসময় দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধাওয়া দিয়ে আটক করা হয়। গোপন সূত্রের খবর অনুযায়ী তাকে চ্যালেঞ্জ করা হয়।
বিমানবন্দর সূত্র জানায়, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্বর্ণের চালান আসবে এমন তথ্য ছিল গোয়েন্দাদের কাছে। ১০ মিনিটের ব্যবধানে ওমান এয়ার এবং বাংলাদেশ বিমানের ২টি ফ্লাইট অবতরণ করে শাহ আমানত বিমানবন্দরে। সেখানকার কোনো যাত্রী এ চালান টয়লেটে রেখে এসেছিল। বেলাল উদ্দিনের দাবি, টয়লেটের ঝুড়ি থেকে স্বর্ণের এসব বার কুড়িয়ে পায় সে। এ ঘটনায় পতেঙ্গা থানায় একটি মামলা হয়েছে।
দিলীপ তালুকদার/এমকে