ইসি গঠনে তত্ত্বাবধায়ক সরকারের গ্রহণযোগ্য উপদেষ্টাদের নিয়োগের প্রস্তাব

০৯ অক্টোবর ২০২১

নির্বাচন কমিশন (ইসি) গঠনে বিগত তত্ত্বাবধায়ক সরকারগুলোর  উপদেষ্টা পর্যায়ের নিরপেক্ষ ও গ্রহণযোগ্য লোক নিয়োগ দেয়ার প্রস্তাব দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।বলেছেন, নিয়োগের পরে তাদের হাতে সংবিধান অনুযায়ী ক্ষমতা দিতে হবে। আর নির্বাচনকালে সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের অধীনে কাজ করবে নির্বাহী বিভাগ। শনিবার রাজধানীর বনানীতে তার রাজনৈতিক কার্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানে এ প্রস্তাব দেন। বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ইকবাল এ সময় জাতীয় পার্টিতে যোগ দেন।

জিএম কাদের জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন হলেই গণতন্ত্রের চর্চা সম্ভব। আর এ ধরনের নির্বাচনের জন্য সংবিধানের আলোকে নির্বাচন কমিশন আইন প্রণয়নের দাবি জানান তিনি। বলেন, আইন করে শক্তিশালী নির্বাচন কমিশন গঠন না হওয়ায় সঠিকভাবে কাজ করছে না বা সঠিকভাবে কাজ করতে পারছে না নির্বাচন কমিশন। ফলে নির্বাচনে গণমানুষের প্রত্যাশার প্রতিফলন হচ্ছে না, নির্বাচন কমিশনের ওপর সাধারণ মানুষের আস্থা শূন্যের কোঠায় ঠেকেছে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর