অসৎ ব্যবসায়ীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, এখন থেকে ভোজ্যতেল, ডাল ও চিনি ট্যারিফ কমিশন নির্ধারিত দরের চেয়ে বেশি দামে বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে, তারা জেলায় জেলায় দাম মনিটরিং করবেন। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রংপুর সার্কিট হাউজ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। সংবাদ সম্মেলনটি হয় রংপুরে ক্যান্সার হাসপাতাল স্থাপন সংক্রান্ত প্রকল্পের বিষয়ে।
আন্তর্জাতিক বাজারে এ তিন পণ্যে দাম অনেক বেড়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী জানান, দেশে প্রতি বছর ভোজ্যতেলের চাহিদা রয়েছে ৩৫ থেকে ৪০ লাখ টন। চাহিদার ৯০ শতাংশ আমদানি করতে হয়। বাকিটা দেশে উৎপাদিত সরিষা থেকে আসে। সরকার পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করছে- যোগ করেন বাণিজ্যমন্ত্রী।
এমকে