মন্তব্য
আইটেম কন্যা হিসেবে পরিচিত অভিনেত্রী বিপাশা শুক্রবার দুপুরে মালদ্বীপ থেকে ফিরেছেন।
সাবেক এই লাক্স তারকা গণমাধ্যমকে বলেছেন, 'আসলে যারা আলতু-ফালতু মন্তব্য করে তারা সেলিব্রিটিদের জীবনযাপন সম্পর্কে জানে না। আর তা ছাড়া আমি কি পোশাক পরব না পরব সেটা নিয়ে অন্যের মাথা না ঘামালেই চলবে।
মালদ্বীপে একটু ছুটি কাটাতে গিয়েছিলাম। আর কিছু না, জাস্ট কাজ থেকে একটু ফ্রি হতে চাইছিলাম। বেশ উপভোগ্য সময় ছিল সেটা। বিশেষ কারো সঙ্গে গিয়েছিলাম কি না, সেটা সময়ই বলবে।'