মন্তব্য
দেশের জনপ্রিয় মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী মেহবুবা মাহনূর চাঁদনী গণমাধ্যমকে বলেছেন, ‘সরল বিশ্বাস করে ঠকেছি। পরিচিত কোরিওগ্রাফার এক ছোট ভাই আমার ফেসবুক আইডি ভেরিফায়েড করার জন্য নেয়।
তার কয়েকদিন পর আইডি ফেরত দিলেও আইডিতে প্রবেশের জন্য একটি সিক্রেট কোড চায়। আমি বারবার কোড চাইলেও কোডটি দেওয়া হচ্ছে না। কোড চাইলে একেক সময় একেক কথা বলে। আমার থেকে বিকাশে টাকাও নিয়েছে।'
তিনি আরও বলেন, 'এই আইডিতে আমার প্রয়োজনীয় অনেক ডকুমেন্ট রয়েছে। আইডি ফেরত চাইলে আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে। শুনেছি ওই ছেলের নামে সাইবার ক্রাইমে বেশকিছু অভিযোগ রয়েছে। এমন অবস্থায় আইডি ফেরত পেতে আইনি সহায়তা চাই।’