মার্চের মধ্যে টিকা পাবে ১২ কোটি মানুষ

১০ অক্টোবর ২০২১

পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিক থাকলে আগামী মার্চের মধ্যে ১২ কোটি মানুষকে করোনা টিকার ডাবল ডোজ দেয়া হবে। এর মধ্যে দিয়ে দেশের ৭০ শতাংশের বেশি মানুষ টিকার আওতায় আসবে। রোববার প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রাজধানী ঢাকার মহাখালীর বিসিপিএস প্রাঙ্গণে টিকা বিষয়ে এ প্রেস ব্রিফিং হয়।

স্বাস্থ্যমন্ত্রী জানান, টিকাপ্রাপ্তি এবং পরিকল্পনা ঠিক থাকলে ডিসেম্বর-জানুয়ারির মধ্যে ৮ কোটি লোককে টিকা দেয়া হবে। এখন পর্যন্ত ১ কোটি ৮২ লাখ মানুষকে ডাবল ডোজ দেয়া হয়েছে। আর এ পর্যন্ত পাওয়া গেছে ৭ কোটি ২২ লাখ ডোজ করোনার টিকা। এর মধ্যে  প্রথম ডোজ ৩ কোটি ৬১ লাখ আর  দ্বিতীয় ডোজ এক কোটি ৭৯ লাখ দেয়া হয়েছে।  এ মুহূর্তে এক কোটি ৮১ লাখ টিকা মজুদ আছে।

স্বাস্থ্যমন্ত্রীর দেয়া তথ্যানুযায়ী, সবমিলিয়ে আগামী  জানুয়ারির মধ্যে ১৬ কোটি ডোজ টিকা থাকবে সরকারের হাতে।সবচেয়ে বেশি টিকা আসবে ডিসেম্বরে-  প্রায় পাঁচ কোটি ডোজ, কোভ্যাক্স, চীন থেকে কেনা এসব টিকা।এ মাসে হাতে থাকবে ৩ কোটির বেশি, নভেম্বরের দিকে পৌনে চার কোটি ও জানুয়ারিতে আরো প্রায় পৌনে চার কোটি ডোজ হাতে থাকবে।  দৈনিক ৪-৬ লাখ ডোজ টিকা দেয়া হচ্ছে এখন।এর চেয়েও বেশি টিকা দেয়া হবে। প্রতিদিন ১০-১৫ লাখ টিকা দিতে হবে। বেশি টিকা দিতে প্রত্যেক মাসেই একটা করে ক্যাম্পেইন কর্মসূচি থাকবে-যোগ করেন স্বাস্থ্যমন্ত্রী।

এমকে

 


মন্তব্য
জেলার খবর