সুস্থতা জরুরি : নুসরাত

১০ অক্টোবর ২০২১

কলকাতার জনপ্রিয় নায়িকা ও সংসদ সদস্য নুসরাত জাহান বলেছেন, ‘এ বছর আমার খুদেটার (ঈশান) প্রথম পুজো। তাই এবার বেশি সময়টা ওর সঙ্গেই কাটাব। তবে এ বছর সুস্থতা জরুরি। তাই বেশিরভাগ সময় বাড়িতে থাকবো। সবার সঙ্গে আনন্দ করবো বাড়িতেই।’

নুসরাত বলেন, ‘রাতে ঘুমাচ্ছি না আর দিনের বেলা কাজ করছি। আসলে জীবনে অনেকগুলো দায়িত্ব আর চরিত্র পালন করতে হয়। আমি একদিকে যেমন অভিনেত্রী, অন্যদিকে একজন মা, একজন মেয়ে আবার জনপ্রতিনিধিও। সবকিছু সামলানো সত্যিই খুব কঠিন।’


মন্তব্য
জেলার খবর