চশমার দাম ২৯ কোটি টাকা!

১০ অক্টোবর ২০২১

মুঘল আমলের চশমার দাম ২৯ কোটি টাকা! চশমা দুটিকে লন্ডনে নিলামে তোলা হচ্ছে চলতি মাসের শেষদিকে।

চশমার ফ্রেমে রয়েছে হীরা ও পান্নার মতো দামি পাথর। যে লেন্সগুলো আছে তা ১৮৯০ সালের কাছাকাছি সময়ে লাগানো হয়েছিল।


মন্তব্য
জেলার খবর