নবজাতককে নিয়ে সিনেমা হলে নায়িকা

১০ অক্টোবর ২০২১

২১ দিন বয়সী নবজাতক পদ্মাকে নিয়ে বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে নিজের অভিনীত প্রথম সিনেমা ‘পদ্মাপুরান’ দেখে আপ্লুত হয়েছেন অভিনেত্রী সাদিয়া মাহি।

তিনি বলেন, ‘পদ্মার জন্মের আগে ও পরের অনেক স্মৃতি এই সিনেমার সঙ্গে মিশে আছে। তাছাড়া শুটিং থেকে শুরু করে সিনেমাটির মুক্তি পর্যন্ত, মনে হয় যেন আমি এখনো সিনেমার মধ্যেই আছি। এ কারণেই প্রথম শোতেই পদ্মাকে নিয়ে হাজির হয়েছি।’

‘পদ্মাপুরান’ সিনেমাটি ঘিরে সাদিয়া মাহির অনেক স্মৃতি। সেই স্মৃতিকে তুলে রাখতেই মেয়ের নাম রেখেছেন ‘পদ্মা’।


মন্তব্য
জেলার খবর